বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের কথা মাথায় রেখে যাত্রী সাথী অ্যাপস এর উদ্বোধন হলো পেট্রাপোল সীমান্ত বন্দরে।মঙ্গলবার সীমান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য থেকে এই অ্যাপের সূচনা করা হয়। উদ্বোধন করেন বনগাঁ মহকুমা পুলিশ অধিকারী অর্ক পাঁজা। তার সঙ্গে ছিলেন পেট্রাপোল থানার ওসি উৎপল সাহা। ছিলেন বনগাঁ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ।
জানা গিয়েছে পেট্রাপোল সীমান্ত বন্দরে আসা বাংলাদেশী যাত্রীদের জরুরী চিকিৎসা সহ একাধিক প্রয়োজনে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে নানান সমস্যা পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে। যাত্রী নেওয়া নিয়ে একাধিক চালক দের মধ্যে অশান্তির ঘটনাও ঘটে।
বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা বলেন পেট্রাপোল সীমান্তে বাংলাদেশী অনেক প্যাসেঞ্জার আছেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারের ‘যাত্রীসাথী’ অ্যাপসের এর সূচনা করা হলো। এর জন্য চালকদের কোন কমিশন দিতে হবে না। আজ থেকেই চালকদের গাড়ি রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে। ভারতীয় বা বাংলাদেশি যাত্রীরা তাদের ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে গাড়ি বুক করে অতি সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রী সাথী চালু হওয়ায় খুশি ছোট গাড়ি চালক ও যাত্রীরা |
তাদের বক্তব্য এর ফলে অনেক সুবিধা হল।