বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চেন্নাইতে আটকে পড়া এরাজ্যের দুঃস্থ পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তাদের চিকিৎসা ও অর্থ সাহায্যের পাশাপাশি নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার জন্য সক্রিয় হয়েছে রাজভবন। রাজভবন সূত্রে জানা গিয়েছে এ রাজ্যের ১২ জন পরিযায়ী শ্রমিক চেন্নাইতে আটকে পড়েছিলেন। কাজ চলে যাওয়ায় অনাহারে ও চরম অর্থকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। এদের মধ্যে পাঁচজন রেল স্টেশনে অজ্ঞান হয়ে যান এবং তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয় পুরসভা পরিচালিত একটি আশ্রয় কেন্দ্রে স্থান পান। কেরালা থেকে কলকাতায় ফেরার পথে এই শ্রমিকদের দুর্দশার কথা জানতে পেরে রাজ্যপাল চেন্নাইতে পৌঁছান এবং জরুরী ভিত্তিতে তাদের সহায়তার ব্যবস্থা করেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা এবং অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত দুজনকে ২৫ হাজার টাকা করে এবং বাকিদের ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করেন রাজ্যপাল। রাজ্যে ফিরে আসতে চাওয়া সাত জন শ্রমিককে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয় রাজভবনের তরফে।