কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। ১৯৯৮ব্যাচের এই আইপিএস আধিকারিক এতদিন এডিজি (আইন শৃঙ্খলা)পদে নিযুক্ত ছিলেন। তার আগে তিনি কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বও পালন করেন।
সামলেছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি ( স্পেশাল) ও ডিসি ডিডি (ট্রাফিকের) দায়িত্বও।পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে এক নির্দেশিকায় নতুন নগরপাল হিসেবে মনোজ ভার্মার নাম ঘোষণা করা হয়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এ ডি জি(এস টি এফ) এর দায়িত্ব দেওয়া হয়েছে।