বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: :  কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন মহিলা ডাক্তারদের কাজের সীমা বেঁধে হচ্ছে? ওঁনারা এটা চান না। মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া।

 

রাতে মহিলাদের কাজ থেকে অব্যাহতি সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দেন। প্রধান বিচারপতি আরও বলেন, মহিলা ডাক্তাররা রাতে কাজ করতে পারবেন না, আপনারা একথা বলতে পারেন না। পাইলট, সেনা, সবেতে রাতে কাজ হয়।

মঙ্গলবার শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি চলছে। শুনানির শুরুতে রিপোর্ট জমা দিয়েছে। ডাক্তারদের নিরাপত্তা, ঘটনারদিন হাসপাতালের সিসিটিভি ফুটেজ সহ রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন কেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না। মহিলাদের রাতে কাজ করা ইস্যুতে, রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না, মহিলারা রাতে কাজ করতে পারবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, বিমানচালক, সেনাতে অনেক মহিলা রাতে কাজ করেন। তাহলে এই বিজ্ঞপ্তি কেন? সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে পরেই বিজ্ঞপ্তির ওই অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী। রাজ্য জানায়, ওই বিজ্ঞপ্তির যে ৫ এবং ৬ নম্বর অংশ নিয়ে আপত্তি রয়েছে, তা মুছে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *