বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তাল সার বাংলা সহ সারা ভারত। তার প্রভাত পড়েছে কলকাতা কর্পোরেশনে। আরজি কর হাসপাতালের ঘটনায় জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করেছেন।
উদ্দেশ্য ছিল একটাই—নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। সেখান থেকেই শুরু হয় সরকারি হাসপাতালে অচলাবস্থা। কিন্তু এই মামলা তো সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর তদন্ত করছে সিবিআই। সুতরাং রাজ্যের এখানে কোনও কিছু করার নেই। তবে ঘটনার দিন থেকে সিবিআই তদন্তভার নেওয়ার আগে পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত করেছিল। আর সেটা নিয়ে খুশি নন জুনিয়র ডাক্তাররা। তাই কলকাতা পুলিশ কমিশনারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে চলেছে কর্মবিরতি। তবে পঞ্চমবারের চেষ্টায় সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সফল হয়েছে জুনিয়র ডাক্তারদের। একটা দিশা হয়তো সামনে এসেছে বলেই কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম মনে করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেন মেয়র। জুনিয়র ডাক্তারদের ‘বাচ্চা ছেলেমেয়ে’ বলে কাজে যোগ দেওয়ার পরামর্শ দেন মেয়র। তিনি বলেন, ‘এই মুহূর্তে কাজে যোগ দেওয়া উচিত জুনিয়র চিকিৎসকদের। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘জুনিয়র ডাক্তাররা বাচ্চা ছেলেমেয়ে। কর্তব্য মেনে ফিরে আসা উচিত কাজে। সরকারের প্রধান যখন কোনও কথা বলেন, তখন সেটাই অর্ডার। তার পরও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত আন্দোলন করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলেমেয়ে তাই বুঝতে পারছে না।’ তিনি ডাক্তারদের আবার কাজে যোগ দিতে বলেন।