বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি আজ থেকে সারা রাজ্যে পথসভা করবে। কলকাতায় দলের ধর্না অবস্থানের শেষ দিনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আজ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় পথসভা করে আরজিকরের ঘটনার বিষয়ে মানুষকে জানানো হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ থেকে রাজ্যের মানুষের সইও সংগ্রহ করা হবে। প্রায় এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে সেই সই নিয়ে দলের সাংসদ ও বিধায়করা রাজ্যপালের কাছে জমা দেবেন।