বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতা পুলিশ কমিশনার করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মাকে।
সদ্য নিযুক্ত কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে কটাক্ষ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, উনি গিফট পোস্টিং পেলেন। তাঁর অভিযোগ, বাম জমানায় মালখানা থেকে অস্ত্র নিয়ে উনি সিপিএমের লোকদের হাতে তুলে দিতেন। আর ওই অস্ত্র দিয়ে সিপিএমের লোকেরা তৃণমূল কর্মীদের খুন করতো। তাঁর আরও অভিযোগ, ২০১৯ সালে বিজেপি জেতার পর দাঙ্গা লাগানোর মূল নায়ক ছিলেন মনোজ বর্মা। ওনার মদতেই বিজেপির পার্টি অফিসগুলোর দখল নিয়েছিল তৃণমূল। তাঁর দাবি, টিটাগড় থানার সামনে দলীয় নেতা মনীশ শুক্লা খুন হয়েছিলেন। তৎকালীন সময়ে মনোজ বর্মাই ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন।