বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ শাহজাহানকে গ্রেফতারের পরেই সাংবাদিকদের মুখোমুখি এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। গ্রেফতারে আইনি বাধা ছিল। জানালেন এডিজি। শেখ শাহজাহানকে পুলিশ কেন ধরছে? কেন পুলিশের হাতের নাগালে থাকলেও তাকে ধরা হচ্ছে না? সেই প্রশ্ন বার বার উঠছিল।

পুলিশের ভূমিকা নিয়ে বার বার মুখ পুড়ছিল। পুলিশ শেখ শাহজাহানকে শেল্টার দিয়ে রেখেছে৷ এই মারাত্মক অভিযোগও উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।

কীভাবে কোথা থেকে কখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে? সেই প্রশ্ন সাংবাদিকরা করেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারকে। প্রথমে তিনি এই বিষয়ে বলতে চাইছিলেন না। পরে জানালেন মিনাখাঁ থানার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।

কোথায় লুকিয়েছিলেন শেখ শাহজাহান? সেই প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি সুপ্রতিম সরকার। তিনি জানান, তদন্তের স্বার্থে এখন এই বিষয়গুলো কিছু বলা হচ্ছে না। আদালতে বিষয়টি জানানো হবে৷ ভোর বেলাতেই সন্দেশখালির বেতাজ বাদশাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদই তাকে আদালতে নিয়ে চলে এসেছে পুলিশ। বেলার দিকে আদালতে এই মামলা উঠবে৷ এই খবর লেখার সময় কোর্ট লকআপেই আছে শেখ শাহজাহান। পুলিশ হেফাজতে চাওয়া হবে শেখ শাহজাহানকে। এই কথাই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।

এদিনও রাজ্য পুলিশের পক্ষ থেকে ইডির দিকেই বল ঠেলা হল। রাজ্য পুলিশের বাধ্যবাধকতা ছিল। কিন্তু ইডি কেন শেখ শাহজাহানকে ধরল না? সেই প্রশ্ন বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন সুপ্রতিম সরকার। কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহান সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়ার পরেই পুলিশের আর বাধা থাকে না।
আজ বৃহস্পতিবার সকাল নটায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। ছোট্ট সাংবাদিক বৈঠক করেন তিনি৷ বিভেদ তৈরি করবেন না। সাধারণ মানুষের কাছে এমন আর্জি জানিয়েছেন তিনি৷

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন সুপ্রতিম সরকার৷ তিনি বলেন, কিছু কিছু নেতা, বিশেষ করে বিরোধী দলের কেউ কেউ এমন কথা বলছেন, পুলিশের বিরুদ্ধে এমন কথা বলছেন, পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন, যা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। এমন কিছু না করলেই ভালো হয়৷

কোন ধারায় মামলা দায়ের হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে? সব মামলার কথা বলেননি সুপ্রতিম সরকার৷ তিনি বলেন, ১৪৭, ১৪৮ ধারায় মামলা হয়েছে। এছাড়াও একাধিক ধারা আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *