বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মেদিনীপুর থেকে হাওড়া গামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল, তাতেই কোনক্রমে ওঠার চেষ্টা করছিলেন বৃদ্ধা।
ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান বৃদ্ধা! চাকার তলায় পড়েই যাচ্ছিলেন, সাক্ষাৎ ঈশ্বরের দূত এর মত ছুটে এলেন দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল। কোল পাঁজা করে দীর্ঘ ছুটে বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি। প্রাণে বাঁচলেন মহিলা। পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। এদিন মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেন এ করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। ট্রেন তখন চালু করে দিয়েছিল এক নম্বর প্লাটফর্ম থেকে। ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতি ও ততটাই বাড়ছিল। কিন্তু তিনি কোনোভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন। শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা।