বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ডাক্তার সুশান্ত কুমার রায়ের বাড়ি ঘিরে বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে,
এদিন সন্ধ্যে থেকেই রাজবাড়ী সংলগ্ন ইন্দিরা কলোনি, ভগৎ সিং কলোনি সহ আশপাশের প্রতিবাদী মহিলাদের নিয়ে গঠিত রাজবাড়ী পাড়া নাগরীক সমাজ জমায়েত হয় বৈকুণ্ঠ পূর রাজ বাড়ী গেটে।
আর জি কর কাণ্ডের সঙ্গে যুক্ত দের শাস্তির দাবিতে শুরু হয় মিছিল,
রাতের অন্ধকার কেটে রাজবাড়ী পাড়া নাগরীক সমাজের এই মিছিল এগিয়ে চলে এই মুহূর্তে রাজ্যের অন্যতম বিতর্কিত ব্যাক্তি পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ্য দফতরের উত্তরবঙ্গ লবির অন্যতম কারিগর বলে অভিযুক্ত ডাক্তার সুশান্ত কুমার রায়ের বাড়িতে।
বাড়ী ঘিরে চলে বিক্ষোভ।
এই কর্মসূচী প্রসঙ্গে ছন্দ্রা চন্দ্র বলেন, আমরা তিলোত্তমা কাণ্ডের সঙ্গে যুক্ত দের শাস্তির সঙ্গে এই দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অন্যতম ডাক্তার সুশান্ত কুমার রায়ের ও শাস্তি দাবি করে আজ এই প্রতিবাদ মিছিল।