বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুর্ঘটনার পর একের পর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু এক ব্যক্তির।চিকিৎসক দের কর্মবিরতির কারণেই মৃত্যু বলে দাবি পরিবারের,মৃতের পরিবারে এমনই একটি বিবৃতি X হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের।
তৃণমূলের X হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও তে বলা হচ্ছে দুর্ঘটনার পর প্রথমে পুলিশ সদানন্দ পাল কে উদ্ধার করে হরিপাল গ্রামীন হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চুঁচুরা সদর হাসপাতালে রেফার করা হয়। চুঁচরা থেকে কল্যাণী এমসে রেফার করা হলেও পরিবারের দাবি কল্যাণী এমস ভর্তি নেয়নি চিকিৎসক ছিল না বলে। এরপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যান সেখানে চিকিৎসক না থাকার কারণে ভর্তি করাতে পারেননি।চিকিৎসক দের কর্মবিরতির কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করেন সদানন্দের ছেলে সৌমেন পাল। জানা গেছে গত ১৮ ই অগাস্ট হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকায় সদানন্দ পাল (৬৩) নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী। মাথায় চোট পান সদানন্দ পাল। গত ২৯ সে অগাস্ট বারাসতের বেঙ্গল নিউরো হাসপাতালে মৃত্যু হয় সদানন্দ পালের।