বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জুনিয়র ডাক্তারেরা তাদের আন্দোলকে ক্রমাগত প্রতীকী করে চলেছে। লাল বাজার অভিযানে বিনীত গোয়েলের টেবিলে প্রতীকী মেরুদন্ড রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার স্বাস্থ্যভবন অভিযানে তাদের হাতে মানুষের ব্রেন ও চোখ।

ওই প্রতীকী মস্তিষ্কে ফুলের মালা জড়ানো আছে। আর একটি পোস্টারে লেখা আছে, ‘ব্রেনস ফর জাস্টিস, নট এগেনস্ট ইট।’ অর্থাৎ বার্তাটা স্পষ্ট, মস্তিষ্কও বিচারের পক্ষে আছে। বিচারের বিপক্ষে নেই মস্তিষ্কও। ‘চোখ’ দিয়ে হয়তো বোঝাতে চাইছেন যে সমস্ত ঘটনাটা নিজের চোখ দিয়ে দেখুন, অন্যের চোখ দিয়ে নয়।তারইমধ্যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুর্গাপুজোয় ফিরে আসা’ এবং ‘উৎসবে ফিরে আসা’-র যে আহ্বান জানান, সেটার বিপক্ষে আজও সুর চড়ালেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মিছিল থেকে স্লোগান উঠল, ‘বিচার যখন পাচ্ছি না, উৎসবে আর থাকছি না।’

আজ করুনাময়ীতে ছিল ব্যাপক পুলিশি ব্যবস্থা। করুণাময়ী থেকে স্বাস্থ্যভবনের দিকে এগিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল। তাঁদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড আছে। কোনও প্ল্যাকার্ডে লেখা আছে, ‘তিলোত্তমার বিচার চাই, সুরক্ষাটাও পাক সবাই, দুর্নীতিবাজরা শান্তি পাক, তাদের মাথা নিপাত যাক।’ কেউ-কেউ স্লোগান দিচ্ছেন, ‘জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস।’ তাদের চোখে মুখে যথেষ্ট উত্তেজনা। শরীরী ভাষা বলছে, তারা বিচারের দাবিতে অনড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *