বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একের পর এক বড়ো খবরে বিচলিত বাংলার নাগরিক মহল। তার মধ্যে আমাদের অনেকের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল অনুব্রত ও তার কন্যা সুকন্যা মন্ডল। হ্যাঁ, আমরা তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি, বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের কথা বলছি।

 

তিনি গোরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দি। বন্দি তার মেয়ে সুকন্যা মন্ডলও। তবে এবার সুকন্যার জন্য সুখবর। তিনি বাড়ি ফিরছেন। গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় আজ, দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা। সব ঠিক থাকলে বুধবারই জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি।

এই খবরে বীরভূমে উল্লাস নেমে এসেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুকন্যাকে স্বাগত জানানোর ব্যবস্থা করা হচ্ছে বলার খবর পাওয়া গেছে। ইডি সূত্রে জানা যায়, অনুব্রতর বিপুল সম্পত্তির অধিকাংশ তাঁর নামেই ছিল। মানি ট্রেল খুঁজতে গিয়েও তাঁর নাম উঠে আসে। কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষকও ইডি জেরায় সুকন্যার নাম বলেছিলেন। এরপরই সুকন্যাকে তলব করেছিল ইডি। কিন্তু কিছুই উত্তর দেননি তিনি। শুধু বলেছিলেন, সবকিছু তাঁর বাবা জানেন। এরপরই ২০২৩ সালের ২৬ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। এবার দেখার অনুব্রত কবে জামিন পেয়ে নিজ গৃহে ফিতে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *