বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সমাজের সর্বস্তরের মানুষ এখন আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে। তাদের একটাই প্রধান শ্লোগান -‘ উই ওয়ান্ট জাস্টিস।’ শুধুই বাংলা বা ভারতে নয়, সারা পৃথিবীর মানুষ সোচ্চার হয়েছে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে। এবার পথে কুমারটুলির শিল্পীরা।

 

রবিবার কুমোরটুলিতে মিছিল করছেন মৃৎশিল্পীরা। স্লোগান তুলেছেন, ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।’ আজ থেকে ঠিক একমাস আগে, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নৃশংসভাবে প্রাণ গিয়েছে চিন্ময়ী ‘অভয়া’র। আর আজ থেকে এক মাস পর মর্ত্যে মৃন্ময়ী উমার আবির্ভাব। এর মধ্যে আগামীকাল, সোমবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই কেস।

উত্তাল সারা বাংলা, সারা পৃথিবী। বিশ্বের কাছে মুখ পুড়েছে বাংলার, মুখ পুড়েছে ভারতের। এই বস্থায় মৃৎ শিল্পীদের মিছিলে উত্তাল কলকাতা। যাঁদের হাতে প্রাণ পায় দশভুজা, যাঁদের হাতে সেজে ওঠে মা দুর্গা, সেই শিল্পীরাই এবার পথে। ঘরের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সনাতন দিন্দার মতো একঝাঁক মৃৎশিল্পী। শিল্পী সনাতন দিন্দা ক্যানভাসে রং-তুলিতে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের ভাষা। কেউ কেউ আবার দুর্গার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছেন। কারও গায়ে আলতা পায়ের ছাপ, সঙ্গে লেখা রয়েছে, ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।’ এভাবেই প্রতিবাদে উত্তাল হলো কুমারটুলির সমস্ত শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *