বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বস্তির মধ্যেই কেএল রাহুহলকে নিয়ে অস্বস্তি বাড়ছে ভারতীয় শিবিরে। চোটের সমস্যার জন্য ইং‌ল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন ম্যাচ খেলতে পারেননি। ধরমশালায় তাঁর দলে ফেরাও চরম অনিশ্চয়তার মুখে। রাহুলের চোট নিয়ে নতুন করে ধন্দ শুরু হয়েছে।

ডান হাতের কোয়াড্রিসেপ্সের সমস্যায় ভুগছেন রাহুল। হায়দরাবাদ টেস্টের পরই দল থেকে ছিটকে যান, কর্ণাটকী তারকার চোট সম্পর্কে সঠিক ধারণা করতে পারছেন না বোর্ডের চিকিৎসকেরাও । রাহুল নিজের অস্বস্তির কথা জানালেও এনসিএ- মেডিকেল টিমের সদস্যরা বুঝতেই পারছেন না সমস্যা কোথায়। গত বছর কোয়াড্রিসেপ্সে অস্ত্রোপচার হয়েছিল রাহুলের।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম বুধাবর যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আপাতত লন্ডনে রাহুল। তাঁর চোট কতখানি গুরুতর, ঠিক কীরকম চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তিনি। তার পরই তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নি তে পারে বোর্ড। আগামী ২ মার্চ রাহুলকে নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বিসিসিআই।আগামী ৭ মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। খেলাটি হবে ধরমশালায়।
চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন দলের এক তারকা খেলোয়াড়। ইনজুরির কারণে শেষ ৩ ম্যাচে দলের অংশ ছিলেন না এই খেলোয়াড়। টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় কেএল রাহুলকে ধরমশালা টেস্টে খেলানো কঠিন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শেষ টেস্টেও রাহুলের অনুপস্থিতিতে ধ্রুব জুরেলের খেলাই যে প্রায় নিশ্চিত, তা বলে দেওয়াই যায়।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘বিসিসিআইয়ের মেডিকেল টিম ভেবেছিল খেলার মতো জায়গায় চলে এসেছেন রাহুল। কিন্তু ওর নতুন করে অস্বস্তি শুরু হয়, অতিরিক্ত চাপের কারণেই ওর এই সমস্যা বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে ওকে উইকেট রক্ষকের ভূমিকা পালন করতে হয়েছে। রাহুলের একাধিক স্ক্যান হয়। সেই রিপোর্ট লন্ডনের চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। রাহুলকে পরীক্ষা করার জন্যই চিকিৎসকরা ডেকেছেন।’
রাহুলকে নিয়ে নিশ্চয়তা না থাকায় আপাতত রজত পাটীদারকেও দলে রেখে দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। প্রথমে ঠিক হয়েছিল, ফর্মে ফেরাতে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের হয়ে খেলার জন্য ছেড়ে দেওয়া হবে পাটীদারকে।

হায়দরাবাদে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। রাজকোটে ৪৩৪ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে।

তবে শেষ টেস্টে দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। যিনি রাঁচিতে বিশ্রামে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *