বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অগাস্টে ভারী বৃষ্টির পরে সেপ্টেম্বরেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হতে পারে দীর্ঘ সময়ের গড়ের ১০৯ শতাংশ বা ১৬৮ মিমির মতো।
আবহাওয়া দফতরের ডিজি বলেছেন, তাঁরা মনে করছেন প্রায় প্রতি সপ্তাহে নিম্নচাপ তৈরি হবে। এর ফলে একটানা বৃষ্টি হবে। হিমালয়ের পাদদেশে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে ওই রাজ্যগুলিতে ভূমিধস ও বন্যা হতে পারে।
আগামী সপ্তাহে আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি সিস্টেম তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরও দুটি সিস্টেম তৈরির সম্ভাবনা। তবে এর সবকটিই ওড়িশার ওপর দিয়ে পশ্চিম উত্তর প্রদেশের দিকে যাবে বলে জানাচ্ছেন আবহবিদরা।
আবহবিদরা মনে করছেন, সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমগুলির বেশিরভাগই উত্তর-পশ্চিম রাজস্থান পর্যন্ত যেতে পারে। যে কারণে উত্তর-পশ্চিম ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ভারতের কিছু অংশ, যেমন রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক, উত্তর বিহার, উত্তর-পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কম হতে পারে।
এই সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে গুজরাত ও অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী দুই সপ্তাহে মধ্য ভারত, উত্তর-পশ্চিম ভারত এবং উত্তর ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি কম থাকলেও, জুলাই থেকে তা গতি পায়। ফলে জুলাই ও অগাস্ট মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। অগাস্ট স্বাভাবিকের থেকে নয় শতাংশ এবং অগাস্টে ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।