বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতার কুমোরটুলিতে ‘অভয়া ক্যাম্প’। সেই ক্যাম্পেই রোগীদের দেখলেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আরজি কর হাসপাতালে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে আউটডোর বন্ধ থাকায় সাধারণ রোগীদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। চিকিৎসা পরিষেবা না পাওয়ায় বহু মানুষ সমস্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে নেওয়ার বার্তা দিয়েছিলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তার মধ্যেই চালু হল অভয়া ক্লিনিক। আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এই ‘অভয়া ক্লিনিক’ চালু করেছেন। সাধারণ মানুষের মধ্যে যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়। সেই কারণেই এই পরিষেবা। রবিবার কলকাতার কুমোরটুলি এলাকায় এই পরিষেবা দেওয়া হল।

এর আগে অভয়া ক্লিনিকের টেলি মেডিসিন পরিষেবা চালু হয়েছে। রোগী ও রোগীর বাড়ির আত্মীয়রা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করছেন। সমস্যা শুনে প্রয়োজনীয় ওষুধ জুনিয়র চিকিৎসকরা বলে দিচ্ছেন। তাতে বহু মানুষের উপকার হয়েছে। এই অভয়া ক্লিনিক টেলি মেডিসিন পরিষেবা সাড়া ফেলেছে। এবার ক্যাম্প শুরু করা হল।

রবিবার শোভাবাজারের কুমোরটুলি এলাকায় অভয়া ক্যাম্প বসেছিল। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন। রোগীদের নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তারা সেখানেই রোগীদের দেখেন। প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা ছিল। রোগীদের সেই সব ওষুধ দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা যাতে বন্ধ না থাকে। সেজন্য এই ক্যাম্প হাসপাতালের বাইরে করা হচ্ছে। হাসপাতালে নির্দিষ্ট দাবিতে আন্দোলন চলবে। কিন্তু পরিষেবা সচল রাখার জন্য বাইরে রোগী দেখা হবে।

অভয়া ক্লিনিকের প্রথম স্বাস্থ্যশিবির কুমোরটুলিতে হল৷ এদিন বেলা দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই ক্যাম্প। কুমোরটুলির মৃৎশিল্পী সমিতির ঘরে এই ক্যাম্পের আয়োজন করা হয়৷ কলকাতার সাতটি মেডিকেল কলেজ হাসপাতাল এই ক্যাম্পের আয়োজন করেছে। শহরের বিভিন্ন জায়গায় এই ক্যাম্পের আয়োজন হবে। ব্লাড প্রেশার মাপা, রক্ত পরীক্ষা, ইসিজি এই ক্যাম্পে হচ্ছে৷ এই কথাই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *