বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলার আর জি কর কাণ্ডের রেশ থাকতে থাকতেই অসমে একজন দশম শ্রেণীতে ছাত্রী গণ ধর্ষনের শিকার হলো। অভিযোগ,গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে টিউশন পড়ে ফেরবার সময় তিনজন দূরবৃত্ত তাকে ধর্ষণ করে একটা পুকুর পারে ফেলে রেখে পালিয়ে যায়।
অসমের নওগাঁ জেলার ধিং এলাকায় ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নাবালিকাকে ধিং এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাত রয়েছে। বর্তমানে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে অসমের বিভিন্ন জেলা।
পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করলেও সে পুলিশের হাত ছাড়িয়ে একটি পুকুরে লাফ দিলে তার মৃত্যু হয়। প্রশ্ন উঠেছে, সে নিজে পুকুরে লাফ দিয়েছে, নাকি প্রভাবশালী কাউকে আড়াল করতে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে?
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শনিবার এক প্রতিক্রিয়ায় বলেন, ‘পুলিশ দ্রুত অপরাধীদের খুঁজে বের করে চরম শাস্তি দেবে।’ প্রসঙ্গত এর মধ্যে তিনি সাম্প্রদায়িক বিভাজনের কথা উল্লেখ করে বলেন,’ওই হিন্দু কিশোরীর উপর এই ভয়াবহ নির্যাতন যারা চালিয়েছে তাদের ছাড়া হবে না।’ তিনি আরো বলেন, ‘ভোটের পরে একটি বিশেষ সম্প্রদায়ের লোক খুবই সক্রিয় হয়ে উঠেছে। গত ২ মাসে ২৩টি নারী নির্যাতনের ঘটনা তা প্রমাণ করছে।’ এদিকে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক মহল। তারা উত্তাল আন্দোলনের পথে যাবে বলে হুমকি দিয়েছে।