বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার দক্ষিণবঙ্গে মুসলধারাও বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে দুই বঙ্গেই ভালো বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি ব্যাপক আকার নিয়েছে। শনিবারও কিছু কিছু অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আপাতত বৃষ্টি চলবে আরও দু’দিন। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু জায়গায় জল জমে গেছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি জারি থাকবে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। জারি হয়েছে সতর্কতা। সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টি কমবে। রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও ভালো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। ওদিকে রয়েছে নিম্নচাপ (Low Pressure)। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি এখন উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে। ধীরে ধীরে তা পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে। রবি ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিস্তার জলসীমা বেড়ে গেছে অনেক।