বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পলিগ্রাফ টেস্ট হলো এমন এক টেস্ট যার সাহায্যে তদন্তকারী অফিসারেরা জানার চেষ্টা করেন যে, যার এই টেস্ট করানো হচ্ছে তিনি মিথ্যা কথা বলছেন কিনা? এই পরীক্ষা করার সময়, যার পরীক্ষা করা হচ্ছে তাঁকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অনান্য বিষয়েও নানা প্রশ্ন করা হয়।
সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাঁর হার্টবিট, পালস রেট, স্নায়ুর চাপ কতটা এগুলির রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাটে নিয়ে এসে তারপর তা বিশ্লেষণ করা হয়। অনেকগুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি করে তা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখেন, সেই ব্যক্তি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন।
CBI সূত্রের খবর, ইতিমধ্যে ডাঃ সন্দীপ ঘোষকে পলিগ্রাফ ট্রেস্ট করাতে চেয়ারে বসানো হয়েছে। নিয়ম অনুযায়ী সেই টেস্ট করানোর আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ওই দলে আছেন একাধিক চিকিৎসক ও পলিগ্রাফ টেস্ট বিশেষজ্ঞ। সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষ সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্ট করানো হবে আজকে। সন্দীপ ঘোষ ছাড়াও চার জন চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করা হবে। যে চার চিকিৎসকের সঙ্গে ওই মহিলা চিকিৎসক সেই রাতে ডিনার খেয়েছিলেন তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে। কোথাও কোনও অসঙ্গতি রয়েছে কি না সেটা দেখা হবে। সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো হবে। সূত্রের খবর, সেদিন বেলার দিকে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সঞ্জয়কে হাসপাতালের ওয়ার্ডে দেখা গিয়েছিল। ওই সিভিকের এক আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন।