বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জলে ভরা বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে লাল বাজারের দিকে এগিয়ে চলেছে বাম ছাত্র যুব সংগঠনের লাল বাজার অভিযান। আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই সদস্যকে লালবাজারে তলব করা হয়েছে। তলব করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কেও। তারই প্রতিবাদে এদিনের কর্মসূচি।
কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজারের পথে এই মিছিল। প্রবল বৃষ্টিতে সেই আন্দোলন থমকে যায় নি। এগিয়ে চলেছে। দীপ্সিতা ধর বলেন, “কোনও ব্যারিকেড থাকবে না। এর আগেও কখনও মানুষের ব্যারিকেডের সামনে পুলিশের ব্যারিকেড টেকেনি। এবারও টিকবে না। এটা সাধারণ মানুষের মিছিল। আন্দোলনকারীদের মিছিল। কোনও ব্যারিকেড ধোপে টিকবে না।” তিনি আরো বলেন, এই আন্দোলন মানুষের আন্দোলন। এইভাবে মিথ্যা দিয়ে এই আন্দোলকে রক্ষা যাবে না।
ঘটনাচক্রে সেই মিছিলে অধিকাংশই ছিলেন মহিলা। মহিলা বা পুরুষ কেউই কিন্তু বৃষ্টির কারণে মিছিল থেকে সরে যান নি। মিছিল এগিয়ে চলেছে। মিছিলে ছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক। তিনি বলেন, “বিচার আমাদের চাই। মানুষ এবার বিচার চাইছে। রোদ জল বৃষ্টি যাই হোক, বিচারের দাবিতে পথে নেমেছি। পথে হাঁটবই।” সব মিলিয়ে আজকের মিছিলে ছিল প্রবল উত্তেজনা।