বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটা বিষয় বেশ পরিষ্কার, কলকাতায় তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে মহিলারা মোটেই নিরাপদ নয়। বিশেষ করে রাতের নগর তো বিভীষকা। সেই সময় দূরবৃত্তদের মধ্যে জেগে ওঠে এক হিংস্র আমানবিক চেতনা।
আর সেই কারণেই প্রতিদিন ঘটে চলেছে আর জি কর কাণ্ডের মতো নির্মম ঘটনা। তার থেকে শিক্ষা নিয়েই লাল বাজার ১০ দফা কর্মসূচি নিলো পুলিশের পক্ষ থেকে।
১) রাতে একজন নাইট অফিসারের নেতৃত্বে সর্বত্র নাকা চেকিং।
২) যে কোনো ঘটনা নজরে এলেই সঙ্গে সঙ্গে সঠিক জায়গায় জানাতে হবে।
৩) প্রয়োজনে ডিসিকে জানাতে হবে।
৪) নাইট অফিসারকে জরুরী পদক্ষেপ নিতে হবে।
৫) টহলে থাকা পুলিশ কর্মীদের তালিকা রোজ লাল বাজারকে জানাতে হবে।
৬) ট্রাফিক গার্ডের ওসিকে নিয়মিত ব্রিফ করতে হবে।
৭) টহলের সময় বডি ক্যামেরা ব্যবহার করতে হবে।
৮) আগ্নেয় অস্ত্র সঙ্গে রাখতে হবে।
৯) পুলিশ কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা তা নজরে রাখতে হবে।
১০)অনুমোদনহীন কোনো খননকার্য হচ্ছে কিনা তা দেখতে হবে।