বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক’দীঘা’ এখন বাঙালির বড়ো প্ৰিয় জায়গায়। বেড়াতে দীঘা, খুন করে দীঘা, ডাকাতি করে দীঘা, অবৈধ বন্ধু বা বান্ধবীকে নিয়ে দীঘা। আর এবার দুই নাবালিকা বাড়িতে বকা খেয়ে ঝাড়গ্রামের বাড়ি থেকে বেরিয়ে সোজা উপস্থিত দীঘা সমুদ্র পারে। দুই নাবালিকা পরস্পরের বান্ধবী। তাদের খোঁজে ঝাড়গ্রাম থানায় মিসিং ডাইরি করাতে থানা থেকে তদন্ত শুরু হয়।
আর তার পরেই জানা যায় তারা সমুদ্রপারে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওদের কাছে মোবাইল আছে। এরপর তাদের মোবাইল ট্র্যাক করা হয়। প্রথমে বোঝা যায় তারা খড়্গপুরের কাছাকাছি রয়েছে। এরপর তাদের মোবাইলের অবস্থান বোঝা যায় দিঘাতে। সেই অনুসারে তাদের দুজনের গতিবিধির উপর নজর রাখতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত বোঝা যায় তারা দিঘাতে একই সঙ্গে রয়েছে। শুক্রবার দিঘা থেকেই ওই দুই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশের টিম গিয়ে তাদের উদ্ধার করে। শিশুকল্যান কমিটির মাধ্যমে তাদের সেফ হোমে রাখা হয়। মনে করা হচ্ছে বাড়িতে বকুনি খাওয়ার পরে একে অপরকে তারা অভিমানের কথা জানিয়েছিল। এরপর তারা দুই বন্ধুতে মিলে ঠিক করে আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। এরপর তারা দিঘাতে পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় তারা উদ্ধার হয়েছে। হয়তো খারাপ কোনো অঘটন ঘটতে পারতো।