বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৫ দিন হয়ে গেলো, এখনও আর জি করের নৃশংস কাণ্ডে উল্লেখযোগ্য কোনো সাফল্য হাতে আসে নি। এই অবস্থায় একটি সূত্র সামনে এসেছে, তাহলো ওই সেমিনার রুমের দরজা ভিতর থেকে আটকানোর ছিটকিনি ছিল ভাঙা। তা সত্ত্বেও দুষ্কৃতী ওই ঘটনা ঘটেনোর সাহস পেলো কোথা থেকে? নির্যাতিতা ৯ অগস্ট রাত ২ টো থেকে ৩ টের মধ্যে হলে প্রবেশ করেন। সিবিআই জানতে পেরেছে, কর্তব্যরত একজন চিকিৎসক তাঁকে হলের ভিতরে ঘুমিয়ে থাকতে দেখেছেন।

বেশ কয়েকজন চিকিৎসক, জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে, দরজার ছিটকিনিতে সমস্যা থাকায় সেটি ভিতর থেকে লক করা যেত না। ফলে নির্যাতিতাও দরজা ভিতর থেকে বন্ধ করতে পারেননি। প্রশ্ন,কোনও রকম বাধা ছাড়াই একটি হাসপাতালে কীভাবে কাণ্ড ঘটল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আবার CBI দল হাসপাতালে গেছেন।

প্রশ্ন উঠেছে যে কেউ হয়তো বাইরে থেকে পাহারা দিছিলো! তা নাহলে এতো সাহস দুষ্কৃতী পেতে পারে না! কে সে – যে বাইরে থেকে পাহারা দিছিলো?এখন সিসিটিভি খতিয়ে দেখে সে বিষয়টি জানার চেষ্টা করছে সিবিআই। তবে ঘটনার সময় চিৎকার চেঁচামেচি হওয়া সত্ত্বেও কেউ কোনও আওয়াজ শুনতে পেল না কেন? তাই নিয়ে বিস্মিত তদন্তকারীরা। এখানেই প্রশ্ন উঠেছে যে এই নির্মম কান্ড কোনো এক জনের পক্ষে ঘটানো সম্ভব না। আরো কয়েক জন ছিল। তাদের খুঁজতেই নাস্তানাবুদ হচ্ছে CBI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *