বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষিত বৃহস্পতিবার। সকাল সাড়ে দশটায় আর জি কর কাণ্ডের শুনানি শুরু হয়। আজ দ্বিতীয় দিনের শুনানিতে CBI কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। শুরু থেকেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা। আজ শুনানির দ্বিতীয় দিন। হাইকোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্ত করছে সিবিআই। সমস্ত ভারত তাকিয়ে আছে আজকে CBI এর রিপোর্টের দিকে।

আর জি কর কান্ড নিয়ে প্রথম থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে নাগরিক মহল ও আদালত। ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট দেহ হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে ‘অতি তৎপরতার’ সঙ্গে তা দাহ করে দেওয়া পর্যন্ত, ১৪ অগস্ট রাতে হাসপাতালের ভাঙচুরের ঘটনা রুখতে ‘ব্যর্থতা’- একাধিক ক্ষেত্রে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তারপর সেই মামলা সিবিআই-এর হাতে হস্তান্তরিত করে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে শুনানির সময়েও ভর্ৎসিত হয় রাজ্য পুলিশ। ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্তভার হাতে পায় সিবিআই। সিবিআই এই মামলায় কত দূর তদন্ত এগল, তা জানতে চান প্রধান বিচারপতি। তিন দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবারই সেই সময় সীমা শেষ হয়। এর মধ্যে ‘প্লেস অফ অকারেন্সে’ একাধিকবার গিয়েছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *