বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দিন দুই আগেই বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের কথা জানানো হয়েছিল। এরই মধ্যে শ্যামবাজারে বিজেপির অবস্থান স্থল থেকে হঠাৎ করে বিরোধী দলনেতা রাজ্য পুলিশকে এক গুচ্ছ অনুরোধ করলেন।

এই অনুরোধ নিয়ে তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রসঙ্গত, আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেদিনের নবান্ন অভিযানে সোশ্যাল মিডিয়ায় ছাত্র সমাজের পক্ষ থেকে সব বাড়ি থেকে একজন করে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ আর সেই প্রসঙ্গেই তিনি উস্কে দিলেন এক বিতর্ক। তিনি পুলিশ কর্মীদের উদ্দেশ্যে অনুরোধের সুরে বলেন, “মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন কোনও বল প্রয়োগ করবেন না, টিয়ার গ্যাসের সেল ফাটাবেন না, গুলিও চালাবেন না।’’

হঠাৎ ‘গুলি চালানো’ প্রশ্ন তুললেন কেন শুভেন্দু? এভাবে কি তিনি নতুন বিতর্ক উস্কে দিতে চাইলেন। না কি এর পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে? তা নিয়েও প্রশ্ন উঠেছে। শ্যামবাজারে দলীয় ধরনা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বুধবার কালো পোশাক পরে আর হাতে মশাল নিয়ে প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বর্তমান পরিস্থিতিতে বাংলার শান্তির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রয়োজন বলেও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করে শুভেন্দু এও বলেন, ‘‘আমরা অশান্তি চাই না। কিন্তু নবান্ন অভিযানের দিন যদি গুলি চালানো হয় তার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই।’’ শুভেন্দু বলেন, মমতা যতদিন না পদত্যাগ করছেন, ততদিন তারা আন্দোলকে আরো উচ্চগ্রামে নিয়ে যেতে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *