বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার এর আগেই তৎকালীন সুপার ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়েছিলেন। তা নিয়ে অবশ্য তেমন কোনো নড়াচড়া করার সাহস তখন কেউ দেখায় নি। আবার তিনি সেই অভিযোগ সামনে আনেন।
তাঁর অভিযোগ টালা থানায় সন্দীপের বিরুদ্ধে নালিশ করতে গেলে পুলিশ এফআইএর (FIR) হিসাবে নেয়নি বলে দাবি তাঁর। পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগ জমা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আখতার আলি। তিনি নিরাপত্তহীনতায় ভুগছেন। এই সমস্ত অভিযোগ নিয়ে আজ তিনি যাচ্ছেন কলকাতায় উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন ওই কলেজের অনেক প্রাক্তনী।
প্রসঙ্গত এক সময় ওনার বিরুদ্ধে ছাত্ররা ভুক হরতাল করেছিল প্রায় একমাসের বেশি। কুকুরের মতো ছাত্ররা তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাশ করাতেন। যাঁরা ওঁর ছাত্র ছিল তাঁরা বাকিদের অত্যাচার করত। খারাপ কেসে ফাঁসিয়ে দিত। ব্ল্যাকমেইল করত।
ইতিমধ্যে খবরে প্রকাশ ২০২১ সাল থেকেই তাঁর বিরুদ্ধে তহবিল তছরূপের প্রচুর অভিযোগ। তবে তিনি যে শাসক দলের বেশ ঘনিষ্ঠ ও খুবই প্রভাবশালী তাতে সন্দেহ নেই। সম্প্রতি তার বিরুদ্ধে সিট (SIT) গঠন করেছে নবান্ন। এমনকী, একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর তলবের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এখন দেখার বুধবার আদালত এই বিষয়ে কি পদক্ষেপ নেয়।