বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সীতারাম ইয়েচুরি বর্তমান বাম আন্দোলনের একজন অন্যতম মুখ। তিনি সিপিএমের সর্ব ভারতীয় সম্পাদক। বেশ কিছুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

কিছুদিন আগে চোখের সমস্যা হয় তাঁর। ছানি অপারেশন করানো হয় বলেও খবর। চোখের সমস্যার কারণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রায় যোগ দিতে আসতে পারেননি কলকাতায়। এবার আবার অসুস্থ হয়ে পরেন তিনি।

দলীয় সূত্রের খবর,সীতারাম ইয়েচুরি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। সোমবার সন্ধ্যায় তার শ্বাসকষ্ট শুরু হয়। তার পরেই দিল্লি এইমসে ভর্তি করানো হয় সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রচণ্ড জ্বর ছিল সিপিআইএমের সাধারণ সম্পাদকের। প্রথমে জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। পরবর্তীতে চিকিৎসকরা ইয়েচুরিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করার নির্দেশ দেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁর বয়স ৭২ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *