বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই সারা বাংলা জুড়ে চলেছে ‘অনুদান’ পর্ব। বিরোধীরা অবশ্য একে ভোট রাজনীতি বলছেন। সে যাইহোক, আর জি কর কাণ্ডের পরে প্রতিবাদে সোচ্চার হয়ে অনেক পুজো কমিটি ইতিমধ্যে পুজো অনুদান প্রত্যাখ্যান করেছে।
আগামী দিন আরো কমিটি হয়তো সেই পথেই হাঁটবেন। সেই ভয়েই তৃণমূল প্রভাবিত ‘ফোরাম ফর দুর্গোৎসব’ কমিটির পক্ষ থেকে অনুদান প্রত্যাখ্যান না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে তারা বলেন,’আরজি কর হাসাপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা তাতে গভীর ভাবে মর্মাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসবের দাবি, অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে সকলের কাছে অনুরোধ, দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন। এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গা পুজোকে জড়িয়ে ফেলবেন না।’ এখন প্রশ্ন, এই আবেদনে কি পুজো কমিটিগুলি সারা দেবে?
প্রতিবাদ শুরু হয়, উত্তর পাড়া শক্তি সংঘ থেকে। তারপরে একাধিক পুজো কমিটি সেই পথেই এগোচ্ছে। এমনকী অন্যদেরও অনুদান না নিতে আবেদন জানিয়েছে উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ ক্লাব। তাদের বক্তব্য, ‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব।’ এদিকে পুজো কমিটিগুলি যদি অনুদান না নেয়, তা সরকারের জন্যেও মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ সেই ক্ষেত্রে শাসক বিরোধী মনোভাব যে আরও ছড়িয়ে পড়ছে, তা মনে হতেই পারে। তবে সরকারের অনুদান প্রত্যাখ্যান করার সাহস খুব বেশি পুজো কমিটি যে দেখাবে না সেই বিষয়ে নাগরিক মহল নিশ্চিত।