বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে একাধিক প্রসঙ্গ আনলেও, খুবই গুরুত্ব দিয়ে দেশের নারী নিরাপত্তার কথা বলেন। কলকাতা আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ।

এর মাঝেই প্রধানমন্ত্রীর মুখেও এবার শোনা গেল নারী সুরক্ষা ও নিরাপত্তার কথা। লালকেল্লা থেকে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাতে জনগণ ক্ষুব্ধ। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে রাজ্যকে।” তিনি অবশ্য আর জি করের নাম উল্লেখ করেন নি। কিন্তু তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করো বলেন, “আমি আরও একবার লালকেল্লা থেকে দুঃখ প্রকাশ করে বলছি সমাজ হিসাবে আমাদের মহিলাদের উপরে হওয়া নির্যাতন নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করা উচিত। দেশ, সমাজ ও রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে এই দায়িত্ব নিতে হবে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার-অপরাধের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। সমাজে আস্থা ফেরাতে এটা খুব জরুরি।” নাগরিক মহল স্পষ্ট বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রীর ইঙ্গিত আর জি করের নির্মম ঘটনার দিকে।

তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরো দ্রুত বিচার সারতে হবে। তারপরে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে যে, পরে ওই অপরাধ করার সাহস কেউ না পায়। তিনি সাংবাদিক মাধ্যমের উদ্দেশ্যে বলেন, আপনারা অপরাধ নিয়ে যেমন বলেন, সেভাবেই অপরাধী নির্দিষ্ট হওয়ার পরে তাকে নিয়েও আলোচনা করুন। সেই আলোচনা থেকেই পরবর্তী অপরাধীরা ভয় পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *