বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এমন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর পদ থেকে আপসারিত হলেন ডাক্তার শান্তনু সেন। কিন্তু দিব্যি পদে রয়ে গেলেন কুনাল ঘোষ। কিন্তু কেন এই দু’রকম ব্যবস্থা? কুনাল ঘোষ প্রথম থেকেই বলছেন আর জি কর কান্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। মহিলাদের রাত দখল অনুষ্ঠানকে ‘নাটক’ বলে প্রচুর হাততালি পেয়েছেন দলে।

এদিকে বিবেক দংশনের কারণে ডাঃ শান্তনু সেন প্রতিবাদ করেছেন। ফলে তাঁর উপর ক্ষুব্ধ দল। তাই সরতে হলো তাঁকে। আরজি কর কাণ্ডে মুখ খুলে তৃণমূলেই শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ এ দিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷ আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন৷

তিনি ক্ষোভের সঙ্গে জানান, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও৷ আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনও৷ এর পরেই আজ সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷ এটাই হয়তো স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *