বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একাধিক কেসে, বিশেষ করে কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও তার স্ত্রীকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে। সেই নিয়েই ক্ষোভ আদালতে অভিযোগ করেন অভিষেক-রুজিরা।
তাদের বক্তব্য দিল্লিতে নয়, কলকাতাতেই তাদের জেরা করা হোক। অভিষেকের বক্তব্য ছিল, তথাকথিত যে দুর্নীতির তদন্তে তাঁকে তলব করা হচ্ছে, সেটার চারণভূমি পশ্চিমবঙ্গ। অভিষেক-রুজিরা দু’জনই কলকাতার স্থায়ী বাসিন্দা। কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দপ্তর থাকলেও কেন তাঁদের দিল্লিতে ডাকা হবে? বাড়িতে ছোট ছোট দুই শিশু থাকা সত্ত্বেও কেন তাদের মাকে কলকাতার বদলে দেড় হাজার কিলোমিটার দূরে ডাকা হচ্ছে? তাদের এই অভিযোগ যথেষ্ট মানবিক।
এবার স্বস্তি পেলো অভিষেক দম্পতি। মঙ্গলবার এই মামলার শুনানির পর রায় সংরক্ষণ করে আপাতত অন্তর্বর্তী নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে তদন্তের প্রয়োজনে আপাতত বন্দ্যোপাধ্যায় দম্পতিকে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তলব করতেই হয়, তবে দিল্লি নয়, করতে হবে কলকাতাতেই। বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ মতোই সাংসদ অভিষেক এবং তাঁর স্ত্রীকে প্রয়োজনে কলকাতাতেই কয়লা পাচার সংক্রান্ত মামলায় জেরা করতে পারবে ইডি। স্বাভাবিক কারণেই খুবই খুশি অভিষেক ও তৃণমূল।