বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে। সেই তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। গত কয়েকদিন আগে এই বছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।

 

এরপরেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025 Date) কবে শুরু হবে তা নিয়ে জোর চর্চা চলছিল। আর সেই জল্পনার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হল পর্ষদের তরফে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এর তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিন (Madhyamik Exam 2025 Date), জানানো হয়েছে। আর সেই মতো আগামী ১২ ফেব্রিয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কোন দিন কি পরীক্ষা সে বিষয়ে কিছু জানানো হয়নি এখনও পর্ষদের তরফে।

তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025 Schedule) যাবতীয় তথ্য ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।

তবে এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি কবে কবে কি পরীক্ষা হবে সে বিষয়েও জানান। বলেন, ফেব্রুয়ারি মাসের ১৪ , ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ এবং ২৪ ফেব্রুয়ারি হবে পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025 Date) দিন ঘোষণা বলেও জানান ব্রাত্য বসু।

তবে সেদিন মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025 Date) হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কারণ পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী হিসাবে এই ছুটি থাকে সরকারের সেই মতো বিভিন্ন সরকারি স্কুলে এই ছুটি থাকে। ২০২৫ সালে শবে বরাতও পড়বে। ফলে দিন পালটে যেতে পারে বলে জল্পনা ছিল। আর সে মতো নতুন দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হল। বলে রাখা প্র্যপজন, ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *