বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিজেপির বিরুদ্ধে মানুষকে মিথ্যা কথা বলে জোর জবরদস্তি রাজনীতি করার অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের কেন্দ্রের অধীন মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন। লোকসভা নির্বাচনে চোখ-কান খুলে ভোট দেওয়ার আহ্বানও করেন তিনি।
প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন তো দেখা ছিল না। ভোট আসতেই উৎপাত শুরু। ২০২১-এর নির্বাচনের পর থেকে প্রায় আড়াই বছর তাদের দেখা নেই। এতদিন কোথায় ছিলেন প্রশ্ন করেন অভিষেক। তিনি নাম না করে বলেন, তৃণমূল সেই জন্যই এঁদের বহিরাগত বলে। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে স্বৈরাচারী, জনবিরোধী, বাংলা বিরোধী, বসন্তের কোকিল বলেও আক্রমণ করেন। আর সেই জন্যই ব্রিগেড ডাকা বলেও মন্তব্য করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুইবছর ধরে যাঁদের দেখা পাওয়া যায়নি, তাঁরা আবার সক্রিয় হয়েছে। তিনি বলেছেন, ২০২২ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেক ভারতবাসীর জন্য পাকা ছাদের ব্যবস্থা করবে সরকার। দুইবছর পার হয়ে গেলেও, বাংলার মানুষের জন্য বাড়ির টাকা ছাড়েনি। তিনি এরপর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসাকে স্বাগত জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের পর আর এঁদের দেখা পাওয়া যায় না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছরে জনবিরোধী নরেন্দ্র মোদী সরকার বাংলা থেকে চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। তিনি বলেছেন, আগামী দুই বছরে এমন বাংলা তৈরি করা হবে, যেখানে বাংলা আর দিল্লির কাছে যাবে না, দিল্লির নেতাদের বাংলার কাছে আসতে হবে। তিনি প্রশ্ন করেন, দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ-দুঃখ কী বুঝবে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন সুনিশ্চিত করা হবে, বাংলা থেকে দশ পয়সা তুলতে পারবেন না।
মার্চের প্রথমে প্রধানমন্ত্রী রাজ্যে আসা এবং বারাসত-সহ তিন জায়গায় সভা করা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু গত আড়াই বছরে প্রধানমন্ত্রী শুধু নন, কোনও কেন্দ্রীয় মন্ত্রী বাংলার মানুষের কল্যাণে কোনও বৈঠক করেননি। গদি দরকার তাই উনি আসছেন, কিন্তু সাধারণ মানুষের জীবনের তো কোনও মূল্য নেই, কটাক্ষ করে বলেন অভিষেক।