বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শনিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। বার্বাডোজে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে প্রোটিয়ারা।
অন্যদিকে, ১০ বছর পর টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। ফাইনাল ম্যাচের আগে জেনে নেওয়া যাক টি২০ ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যান।
শনিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে অপরাজিত দুই। এবারের বিশ্বকাপে দুই দলই অপরাজিত। দক্ষিণ আফ্রিকা টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। অন্যদিকে ৮ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে ভারত, একটি ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। ফলে টিম ইন্ডিয়াও অপরাজিত তকমা নিয়েই ফাইনাল খেলতে নামছে। এটাও একটা নতুন নজির।
মেগা ম্যাচের আগে টি২০ আন্তর্জাতিকে পরিসংখ্যান চোখ রাখলে দেখা যাবে ভারত দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত দুই দল ২৬টি টি২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৪ ম্যাচে। ১১ ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। ১টি ম্যাচে কোনও ফলাফল হয়নি। অর্থ্যাত ফাইনাল ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে থেকেই খেলতে নামবে ভারত।
ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৫টি ম্যাচে জয় পেয়েছে, বিপক্ষের মাঠে ছয় ম্যাচে জয় হাসিল করেছে। তিনটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলে জয় পেয়েছে। প্রোটিয়ারা ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি, বিপক্ষের মাঠে ছয়টি এবং নিপপেক্ষ ভেন্যুতে ২টি ম্যাচে জয় পেয়েছে।
টি২০ বিশ্বকাপে এই দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে চারবারই জিতেছে ভারত। ২ বার জয় পয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে ডারবানে প্রথম টি২০ বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৭ রানে জয় পায় ভারত। ২০০৯ সালে ইংল্যান্ডের নটিংহ্যামে ভারতের বিরুদ্ধে ১২ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজেই ১০ রানে আফ্রিকার দেশটিকে হারায় টিম ইন্ডিয়া।
২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে ১ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় ভারত। ২০১৪ সালে ঢাকাতে ছয় উইকেটে জয় পায় ভারত। ২০২২ সালে অস্ট্রেলিয়ার পারথে প্রোটিয়ারা ভারতের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পায়।
সব মিলিয়ে টি২০ বিশ্বকাপ হোক বা অন্য কোনও সিরিজ সবক্ষেত্রেই ভারত এই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে আছে। তবে ফাইনাাল ম্যাচ সব সময়ই শূন্য থেকে শুরু হয়। অতীত পরিসংখ্যান কোনও কাজে আসে না।