বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলে বেশ ভাল ফর্মে ছিলেন বিরাট কোহলি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করে কমলা টুপিও পেয়েছিলেন। কিন্তু আইপিএলের ফর্মটা যেন দেশেই ফেলে এসেছেন কিং কোহলি।
টি২০ বিশ্বকাপে দলের সাফল্যের মধ্যেই ব্যাট হাতে সুপার ফ্লপ কিং কোহলি। গ্রুপ পর্ব, সুপার ৮, এমনকি সেমিফাইনালেও চূড়ান্ত ব্যর্থ। যদিও ব্যর্থতার মধ্যেই কোচ অধিনায়ককে পাশে পেলেন কোহলি।
সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচেও ব্যাট হাতে রান পাননি কোহলি। কিন্তু বিরাটে আস্থা হারাচ্ছেন না কোচ রাহুল দ্রাবিড় থেকে অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যেকেই বিরাটের পাশে দাঁড়ালেন। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন দলের সেরা তারকা ব্যাট হাতে যতই ব্যর্থতার মধ্য দিয়ে যান তাঁর উপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
সেমিফাইনাল ম্যাচ শেষে রোহিত কোহলি প্রসঙ্গে বলেন, ‘বিরাট একজন কোয়ালিটি প্লেয়ার। যেকোনও প্লেয়ার এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারি। আমরা প্রত্যেকেই ওর প্রতিভার প্রতি সচেতন এবং যে কোনও বড় ম্যাচেই ওর গুরুত্ব প্রত্যেকেই জানে। ১৫ বছর ধরে যখন তুমি ক্রিকেট খেলছ, তখন ফর্মটা সমস্যা নয়।’
একইসঙ্গে হিটম্যান আরও বলেন, বিরাট চেষ্টা করছে, ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নয়। ওর নিজের রান ফাইনালের জন্য ধরে রাখছে। ফাইনালে পুরোপুরি ওর পাশে আছি আমরা। দল হিসেবে আমরা খুব ঠান্ডা মাথায় আছি। আমরা জানি ফাইনাল ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ।’
কোচ রাহুল দ্রাবিড়ও জানালেন , বিরাট কোহলি দলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথম বল থেকেই দারুণ অভিপ্রায় দেখিয়েছেন তিনি। আমি তাঁর উদ্দেশ্য মানসিকতাকে ভালবাসি। আমি কোহলির ফর্ম নিয়ে একটুও ভাবিত নই, আমি মনে করি ফাইনালে বড় কিছু আসছে।’
এবার বিশ্বকাপে ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৭৫ রান। ১০.৭১ গড়ে। বিশ্বকাপে ওপেন করার মত গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। তবে নতুন ভূমিকায় তিনি একদমই মানিয়ে নিতে পারছেন না। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচেই রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছেন বিরাট। কিন্তু কোনও ম্যাচেই ভারতের ওপেনিং জুটি ভালো শুরু করতে পারেনি। রোহিত লড়াই করলেও, বিরাট বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারছেন না।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর তাঁকে যথেষ্ট হতাশ লাগছিল। কারও সঙ্গে কথা বলছিলেন না। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সে সময় দেখা যায় দ্রাবিড় সাজঘরে ঢুকে প্রথমে কিছু একটা বলছেন। দ্রাবিড়ের কথার কোনও জবাব দেননি কোহলি। শুকনো মুখে শুনেছেন।