বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়ে গেলো। একদম নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদ ভাবনে আসেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয় ।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, “মাননীয় সদস্যগণ, আমি সকল নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানাই। আপনারা সকলে জনগণের বিশ্বাস জিতে এসেছেন। দেশসেবা ও জনসেবার এই সৌভাগ্য খুব কম জনের হয়। আমি বিশ্বাস রাখি, আপনারা এই দায়িত্ব পালন করবেন। ১৪০ কোটি মানুষের সেবা করবেন।” এর পরেই তিনি স্পিকারকে অভিনন্দন জানান।
প্রাথমিক কাজ শেষ করে তিনি নতুন সাংসদের উদ্দেশ্যে বলেন, “আমি নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি। লোকসভা নির্বাচনের চর্চা গোটা দেশে হচ্ছে। তৃতীয়বার বহুমত নিয়ে সরকার গঠন করেছে। ভারতের জনগণের বিশ্বাস, তাদের আকাঙ্খা এই সরকারই পূরণ করতে পারে। এই নির্বাচন নীতি, নির্ণয়ের নির্বাচন ছিল। মজবুত ও নির্ণায়ক সরকারে বিশ্বাস, সুশাসন, স্থিরতায় বিশ্বাস, কঠোর পরিশ্রম ও সততায় বিশ্বাস, বিকশিত ভারতে বিশ্বাস।” তিনি আরো বলেন, “এই লোকসভা স্বাধীনতার ৭৫ বছরের সাক্ষী হবে। আগামী সপ্তাহে এই সরকার বাজেট পেশ করতে চলেছে। এই বাজেটে অনেক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। রিফান্ডের গতি আরও দ্রুত হবে। রাজ্য-কেন্দ্রের সামঞ্জস্যে কাজ হবে। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের নীতিতে ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম অর্থনীতিতে পরিণত হয়েছে।”