বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত দিন দুয়েক ধরে কলকাতা শহর ও আশপাশে হকার উচ্ছেদ হচ্ছে৷ বুলডোজার নিয়ে রাস্তায় নেমে পড়েছে পুলিশ প্রশাসন। আস্ত দোকানও ডাম্পারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হকার উচ্ছেদের নামে পুলিশ অত্যাচার করছে। এই কার্যক্রম রুখতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হল।

বৃহস্পতিবার সকালেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা দায়ের করা হয়। এই বিষয়ে কী বললেন বিচারপতি সিনহা?

আইনজীবীর বক্তব্য, দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না। পুলিশের বর্বরতা বন্ধ হোক। কিন্তু গত দুদিন ধরে পুলিশ সর্বত্র যেভাবে হকারদের উপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করছে। সেক্ষেত্রে কে বৈধ, আর কে বৈধ নয়, সে সব দেখা হচ্ছে না। নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জোরালো বক্তব্য কলকাতা হাইকোর্টে এদিন আবেদনে রাখা হয়েছে।

এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহা কী বললেন? আবেদন গ্রহণ করে মামলার অনুমতি দিলেন তিনি? বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, এটা কোনও একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয়। তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত। মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দিন নবান্ন সভাঘরে জোর ধমক দিয়েছিলেন। সেই ধমকের পর উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন জায়গায় বিক্রেতারা ক্ষোভে ফেটে পড়েছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিক বৈঠক করেছেন। বুলডোজারের সামনেও তিনি দাঁড়াতে প্রস্তুত। এই অবস্থায় সরগরম রাজ্য রাজনীতি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নবান্নে বৈঠক ডেকেছেন। এবার কী বলবেন তিনি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *