বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুদিনের ভারত সফর শেষ করে শনিবার রাত ৮টার বিমানে বাংলাদেশে ফিরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর দুপুরেই মানকর থেকে STF গ্রেফতার করে কম্পিউটার সাইন্সয়ের মেধাবী ছাত্র হাবিবুল্লাকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। STF সূত্রে জানা যায় তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতো। কুড়ি বছরের ওই যুবক গ্রেফতার হওয়ায় এলাকার সকলেই আবার হয়ে যায়।
STF এর কাছে হাবিবুলার খবর আসতেই তার উপরে নজর রাখা হচ্ছিলো।তার গতিবিধির উপরে নজর রাখার পরেই একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এস টি এফ এর একটি দল।তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাঁকসা থানায়।সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তার বাবাকেও আটক করা হয়।কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা।খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল।রাতেই তাকে একাধিক ধারায় গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এস টি এফ এর অধিককরিকরা।
হাবিবুল্লার গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা।থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভীড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে।এলাকাসূত্রে জানা গেছে হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত। ধৃত হাবিবুল্লা কে আজ আদালতে পেশ করা হবে।