বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাঁকুড়া’ এক সময় বামেদের দুর্গ বলে পরিচিত ছিল। সেই কেন্দ্র থেকে কিংবদন্তি বাম নেতা বাসুদেব আচার্য দীর্ঘদিন জিতে এসেছেন। তারপরেই পালা বদল।
তারপর তাঁকে সরিয়ে এই আসনটি জিতে নেন মুনমুন সেন। এরপর এখানে মুনমুনকে সরিয়ে প্রার্থী করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। কিন্তু তখন এই আসনটি জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এই বাঁকুড়া আসনটি জিতে নেন সুভাষ সরকার। এবার তিনি হেরে গেলেন। জিতলেন অরূপ চক্রবর্তী। স্বাভাবিক কারণেই অরূপ চক্রবর্তী খুবই উল্লোসিত।
তৃণমূল কংগ্রেসের এই নেতা এখন সাংসদ হয়েছেন। আগে বিধায়ক ছিলেন তিনি। এই সাংসদ একশো জনকে বিমানে করে উড়িয়ে নিয়ে যেতে চলেছেন নয়াদিল্লিতে। যাঁরা তাঁকে জিতিয়েছেন, তাঁরা যেন তাঁর সাংসদ পদে শপথগ্রহণের সাক্ষী থাকতে পারেন। এমনকী যেদিন যাবেন সেদিন ওই একশো জনকে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলেও রাখবেন তিনি বলে সূত্রের খবর। সমস্ত বাঁকুড়া জুড়ে এই মুহূর্তে আনন্দের জোয়ার।
অরূপ বাবু বলেন, মানুষের প্রতি, কর্মীদের প্রতি কৃতজ্ঞতা থেকেই তাঁর এই সিদ্ধান্ত। সদ্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি। এটা বিরল ঘটনা হিসাবেই দেখছেন বাংলার মানুষজন। তবে বাঁকুড়া আসনে জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী আজ, রবিবাসরীয় বিকেলে অন্ডাল বিমানবন্দর থেকে একশো জন কর্মীকে নিয়ে যাচ্ছেন নয়াদিল্লিতে। আগামীকাল, সোমবার লোকসভায় অরূপবাবু সাংসদ হিসাবে শপথ নেবেন। অরূপবাবুর ইচ্ছা কর্মীরা যেন এই শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন। এই একশো জন নয়াদিল্লি পৌঁছলেও সংসদের ভিজিটারস গ্যালারিতে জায়গা পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে অরূপ বাবু বলে, তিনি দিল্লিকে জানিয়েছেন। এখন দেখার সবাই প্রবেশ করতে পারেন কিনা!