বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলি কী আশ্বাস দিতে চায় তা প্রত্যেক ভোটারের জানার অধিকার রয়েছে। এমনটাই বলছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদিও বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন। তবে কমিশনের তরফে এদিন এই বার্তা দেওয়া হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) ।

 

আর সেই নির্বাচনের মুখে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার। খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট রাজ্যের ভোট প্রস্তুতি। তেমনই তামিলনাড়ুতে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission of India) রাজীব কুমারের নেতৃত্বে ফুলবেঞ্চ।

আজ শনিবার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব কুমার। বলেন, রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দেওয়ার অধিকার আছে। দলগুলি যেমন তাঁদের ইস্তেহারে প্রতিশ্রুতির কথা জানাতে পারেন, তেমনই ভোটাররাও সেগুলি জানার অধিকার রাখেন বলে মন্তব্য নির্বাচন কমিশনারের। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলির দেওয়া প্রতিশ্রুতি কীভাবে পূরণ হবে, কীভাবে টাকা আসবে সমস্ত কিছু জানার অধিকার আছে ভোটারদের।

চেন্নাইয়ে এক সাংবাদিক বৈঠকে রাজীব কুমার আরও বলেন, যদিও বিষয়টি আদালতে বিচারাধীন। তবে নির্বাচন কমিশন নির্বাচনী ইস্তেহার জানানোর জন্য একটা প্রোফর্মা তৈরি করেছে। পাশাপাশি নগদ টাকা বিতরণ, বিনামূল্যের প্রতিশ্রুতির বিষয়ে রাজনৈতিক দল কী করছে সেদিকে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা নজর রাখছে বলেও জানিয়েছেন রাজীব কুমার। ন্যাশানাল পেমেন্ট কর্পরেশনকেও দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত অনলাইনে লেনদেনের বিষয়ে নজর রাখার ক্ষেত্রে।
অন্যদিকে বাংলার নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন। আর তাই ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১লা মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে। এরপর ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছে যাবে বলে খবর।

এরপর ধীরে ধীরে আরও বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে পছবে। মুলত এরিয়া ডোমিনেশন সহ এলাকায় শান্তি বজায় রাখতেই ভোটের অনেক আগে থেকেই কমিশন বাহিনীকে মোতায়েন করতে চলেছে বলে খবর। যা একেবারেই নজিরবিহীন বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *