বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বঙ্গবাসী হিসাবে বাঙালিদের মোটেও ভালোলাগে না যে বাংলার একাধিক প্রথম সারির মন্ত্রী জেলে। তার মধ্যে জ্যোতিপ্ৰিয় মল্লিক তো ছিলেন মুখ্যমন্ত্রীর ‘নয়নের মনি।’ সেই জ্যোতিপ্ৰিয় রেশন দুর্নীতিতে কারারুদ্ধ। তার বিরুদ্ধে আরো শক্তিশালী প্রমাণ ইডির হাতে।
জ্যোতিপ্ৰিয় যখন হসপিটালে তখন জ্যোতিপ্রিয়ের ঘর থেকে একটি চিঠি ইডি উদ্ধার করে। সেই চিঠির হস্তাক্ষর কার? তার জন্যই আদালতের কাছে প্রাক্তন মন্ত্রীর হাতের লেখা পরীক্ষা করার অনুমতি চেয়েছে ইডি।
গ্রেফতারির পর এসএসকেএম হাসপাতালে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী চিকিৎসাধীন ছিলেন, সেই সময়েই একটি চিঠিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই চিঠিতে হাতের লেখা কি জ্যোতিপ্রিয় মল্লিকেরই? জানা যাচ্ছে, সেই বিষয়টি নিশ্চিত হতেই তাঁর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এর আগে জানা গিয়েছিল, এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হওয়া ওই চিঠিতেই সন্দেশখালির শেখ শাহজাহান ও বনগাঁর শঙ্কর আঢ্যর নাম ছিল।
জানা যাচ্ছে সেই চিঠির ভিত্তিতেই ইডি শেখ শাজাহান ও শঙ্কর আঢ্যর বাড়িতে হানা দেন। ইডির দাবি হসপিটালে থেকেই মেয়ের মাধ্যমে সেই চিঠি পাঠাতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। কিন্তু তা ইডির হাতে এসে উপস্থিত হয়। এখন দেখার মন্ত্রী মশাইয়ের হাতের লেখা পরীক্ষার জন্য ইডিকে কতটা নাস্তানাবুদ হতে হয়! কারণ কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহে তদন্তকারী সংস্থাকে কতটা হেনস্থা হতে হয়েছিল তা আমরা জানি।