বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইতিমধ্যে খবরে প্রকাশ কুয়েতে এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৪৯ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪০ জন ভারতীয়। আহতের সংখ্যা ৫০ এর বেশি।
এই খবর আসার পরেই বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মন্ত্রীসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রথমিকভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক ভারতীয়ের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে কুয়েতে পাঠানো হচ্ছে একটি বিশেষ দল।
ইতিমধ্যে খবরে প্রকাশিত হয়েছে যে,কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নমেন্টের মানগাফ এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টের নিচতলায় আগুন লাগার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। বেশিরভাগ মৃত্যুর কারণ ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। তবে দমকলের দাবি যে বাসিন্দাদের একটি বড় অংশকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং, যাঁকে ত্রাণ তদারকির জন্য কুয়েতে পাঠানো হচ্ছে, তিনি জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আগামী বৃহস্পতিবার সকালে আমরা কুয়েত যাচ্ছি।