বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিরোধীরা বলেন, মানিকতলা কেন্দ্রের বাসিন্দারা ২ বছর ধরে বিধায়কহীন। এর প্রধান কারণ, ওই কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র কোন্দল। একদিকে প্রয়াত সাধন পান্ডের স্ত্রী ও অন্যদিকে কন্যা।
মানিকতলায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে একটু টানাটানি চলছে। সাধন পাণ্ডের পরিবারের কাউকেই কি প্রার্থী করা হবে এবার? যদি হয়, সেক্ষেত্রে প্রয়াত বিধায়কের স্ত্রী নাকি মেয়ে, কে পাবেন সেই টিকিট তা নিয়েই বিস্তর চর্চা চলছে। তবে শ্রেয়ার দল ভারী বলেই জানা যাচ্ছে।
আবার নির্বাচনের দিন ঘোষণার পরেই শ্রেয়া জানিয়ে দিয়েছেন, দল যাকে প্রার্থী করবে তিনি তার হয়েই প্রচারে নামবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সাধন পাণ্ডে। তাঁর স্ত্রী, পরিবারের সঙ্গেও তৃণমূল সুপ্রিমোর সুসম্পর্ক। অসুস্থ সাধন পাণ্ডেকেও মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন তাঁকে বলতেন, ছোট বোন। বাধ্য হয়েই মমতা একটি কোর কমিটি গঠন করেন এই সমস্যার সমাধানের জন্য। সেই কমিটিতে আছেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার। এখন দেখার শেষ পর্যন্ত কে হন মানিক তলার সম্ভাব্য প্রার্থী!