বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত লোকসভা নির্বাচনে সারা ভারতে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ওই কেন্দ্রে ব্যাপক ফলস ভোট ও বুথ দখলের অভিযোগ করেছেন বিরোধীরা। সেই নিয়েই বুধবার সাংবাদিক সম্মেলন করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
:
তিনি জানান, ডায়মন্ড হারবার সহ জয়নগর, যাদবপুর কেন্দ্রের ৪ হাজার বিজেপি কর্মী ভোট পরবর্তী আক্রমনে ঘর ছাড়া। তিনি বলেন, যেখানেই বিজেপি প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেখানেই আক্রমন বেড়েছে। ডায়মন্ড হারবারের বিভিন্ন কেন্দ্রে ইভিএমের উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে। তিনি আরো বলেন, এই নিয়ে তিনি জন স্বার্থ মামলা করেছেন।