বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই শপথ বাক্য পাঠ করেছেন। নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন শরিক দলের নেতা জিতেনরাম মাঝি, রাজীব রঞ্জন সিং।
এছাড়া শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্ব্বানন্দ সোনওয়াল। নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান।
ফের নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন এস জয়শঙ্কর।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়ার পুত্র এইচ.ডি কুমারস্বামী। নরেন্দ্র মোদীর ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অন্যদিকে, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ। ফলে সীতারমনকে ৬ মাসের মধ্যে কোনো কেন্দ্র থেকে জিতিয়ে আনতে হবে।