বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে এই ব্যাপক সাফল্যর পরে মেজাজ তো অন্য রকম হবেই! আইন নিজের হাতে তুলে নিতে দ্বিধা করবে না! তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহমও সহজেই আইন নিজের হাতে তুলে নিয়ে বলেন, ‘হ্যাঁ, চড় তো মেরেছি।’

জানা গিয়েছে, সাপুরজির একটি রেস্তোরাঁয় ‘ফেলু-বক্সী’র দ্বিতীয় শেডিউলের শ্যুটিং সারছিলেন অভিনেতা। রেস্তোরাঁর সামনেই রাখা ছিল অভিনেতা-বিধায়কের গাড়ি। মালিক এসে ওই গাড়ি হটাতে বললে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। অভিযোগ, সোহমকে উদ্দেশ্য করে কদর্য ভাষার ব্যবহার করেন রেস্তোরাঁর মালিক। ব্যক্তির নাম আলম। চিৎকার-চেঁচামেচি শুনে সোহম শ্যুটিং ছেড়ে বাইরে আসেন। তার পরেই শুরু হয় সংঘাত।

অভিনেতার অভিযোগ, ওই রেস্তোরাঁর মালিক তাঁকে খিস্তি করেছে। সর্বোপরি তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে। তাতেই মেজাজ হারান তিনি। সোহম বলেন, ‘দিনের শেষে আমিও মানুষ। তাঁর প্রতিফলন হয়েছে। আমি যেটুকু দেখলাম, ওঁরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে।’ রেস্তোরাঁর মালিক, সোহমনের নামে ‘দাদাগিরি’র অভিযোগ করেন। বলেন, তৃণমূল বিধায়ক তাঁকে লাথি পর্যন্ত মেরেছেন। সেই নিয়ে জানতে চাওয়া হলে অস্বীকার করেননি সোহম। তিনি বলেন, ‘হ্যাঁ, মেরেছি। দু-চারটে চড় মেরেছি। তবে এমন কিছু হয়নি। স্থানীয় থানায় জানিয়েছি’। যদিও পুলিশ রেঁস্তোরার মালিক ও এক কর্মচারীকেও থানায় নিয়ে গেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *