বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রথম থেকেই হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা ক্ষোভ ছিল তৃণমূল বিধায়ক মনোজ তিওয়াড়ির। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সমস্ত বিবাদ ভুলে প্রসূনের হয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়া পড়েন মনোজ। কিন্তু অভিযোগ, প্রসূন মনোজকে মোটেই গুরুত্ব দিতে চাইছেন না।
ভোট মিটতেই এবার শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়াড়ির রোষের মুখে পড়তে হল তাঁকে। তৃণমূল বিধায়কের বক্তব্য, ভোটের সময় তাঁরা প্রসূনকে জেতাতে যথেষ্ট সহায়তা করেছিলেন। কিন্তু নির্বাচন মিটতেই আর নাকি যোগাযোগ রাখেননি হবু সাংসদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন মনোজ। ‘চিনে নিয়েছি…’ বলতেও শোনা যায় তাঁকে।
এই নিয়ে চতুর্থবার হাওড়া সদর কেন্দ্র থেকে জয়লাভ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের অভিযোগ ছিল, এলাকায় দেখা যায় না প্রসূনকে। এই নিয়ে বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি। মনোজ তিওয়াড়ি দাবি করেন, এই সব কিছু উপেক্ষা করেই তিনি ও তাঁর কর্মী সমর্থকরা প্রসূনের জয়লাভের জন্য দিনরাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন। ফলস্বরূপ, ২০১৯ এর তুলনায় অনেক বেশি ব্যবধানে জয়লাভ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে মনোজ লেখেন, প্রসূনদা আপনি ফোন বন্ধ রেখেছেন। ৮ তারিখ হয়ে গেল একটা ফোন এল না। এটা ঠিক করলেন না দাদা।যতটা সম্মান করতাম আর হয়ত করতে পারবো না। আপনাকে যতটা চেনার আমি চিনতে পেরেছি।” দলের অন্দরে এই নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে বলে শোনা যাচ্ছে।