বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আশাতীত ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। কোলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর ও দমদমে তৃণমূল ভালো মার্জিন জয় পেয়েছে। কিন্তু অন্য একটি কারণে গভীর চিন্তায় কোলকাতার তৃণমূল ও মুখ্যমন্ত্রী।

বিস্তারির খবর আসার পরে জানা যাচ্ছে,উত্তর কলকাতার ২৪টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি। ৩৬টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। এখানে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয় নিশ্চিত হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২০টি ওয়ার্ড এগিয়েছিল বিজেপি। এ বার আরও বাড়তি চারটি ওয়ার্ডে এগিয়েছে তারা। উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া বিধানসভার ২ ও ৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি। শ্যামপুকুর বিধানসভা ৮,২১, ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি। জোড়াসাঁকো বিধানসভার ২২, ২৩, ২৫, ২৭,৩৮,৪০, ৪১, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। স্বাভাবিক কারণেই কপালে ভাঁজ পড়েছে তৃণমূলের।

দক্ষিণ কোলকাতার ক্ষেত্রেও খুব স্বস্তিতে নেই তৃণমূল। কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাঁচটি ওয়ার্ড থেকে এগিয়েছে বিজেপি। ভবানীপুর বিধানসভার ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভাল ব্যবধান এগিয়ে গিয়েছিল বিজেপি। গত লোকসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমের তিনটি ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। ১১৮,১১৯ ও ১৩২ নম্বর ওয়ার্ডে পিছিয়ে গিয়েছিল তৃণমূল। কিন্তু এ বার কেবলমাত্র ১১৯ নম্বর ওয়ার্ডেই জয় পেয়েছে বিজেপি। কসবা বিধানসভার ৬৬ ও ৯১ নম্বর ওয়ার্ড থেকেই কেবলমাত্র জিততে পেরেছেন তাঁরা। স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেসের কোলকাতা জেলা কমিটি বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *