বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দু’দিন ধরে নানা টানা পোড়েনের পরে ঠিক হয়েছে নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আগামী ৮ তারিখ। ২০১৪ সালে মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় ‘সার্ক’ (SAARC)-এর সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্রের খবর, একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানানো হবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দফতরের তরফে জানানো হয়েছে, মোদীর শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে।

গতকাল থেকেই বহু বিদেশি রাষ্ট্র নেতা মোদীকে অভিন্দন জানাচ্ছেন। জয়ের পরই মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গেও কথা হয়েছে মোদীর। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের। শোনা গিয়েছিল, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টের আয়োজন করা হতে পারে কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো। তবে রাষ্ট্রপতি ভবনেই তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *